IQNA

ইমাম কাযিম (আ.)এর যায়েরদের ওপর সন্ত্রাসীদের হামলার বার্থ প্রচেষ্টা + ছবি

23:57 - May 10, 2016
সংবাদ: 2600753
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম কাযিম (আ.)এর জিয়ারতকারীদের ওপর হামলা করতে চেয়েছিল দায়েশের অন্তর্ভুক্ত একদল সন্ত্রাসী। তবে ইরাকি নিরাপত্তা কর্মীদের সাহসী পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসীদের সকল পরিকল্পনা বার্থ হয়।


বার্তা সংস্থা ইকনা: 'বেলায়েতে বাগদাদ' নামে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অপর এক দল দীর্ঘদিন ধরে নিজেদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছে। এই দলের সদস্যরা ইরাকের কাযেমাইন শহরে অবস্থিত ইমাম কাযিম (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করতে আসা জিয়ারতকারীদের ওপর হামলা করতে চেয়েছিল। কিন্তু নিরাপত্তা কর্মীরা হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতার করেছে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে: ইরাকের সামরিক বাহিনী ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তর্ভুক্ত 'বেলায়েতে বাগদাদে'র বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানিয়েছে: সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেল্ট, বোমা, রিমোট বিস্ফোরণ সিস্টেম ও গ্রেনেড জব্দ করা হয়েছে। সন্ত্রাসীরা এসকল বিস্ফোরক দ্রব্য দিয়ে ইমাম কাযিম (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করতে আসা জিয়ারতকারীদের ওপর হামলা করতে চেয়েছিল। কিন্তু তাদের হামলার পূর্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সন্ত্রাসীদের নিকট হতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিচারের জন্য ইরাকের বিচার বিভাগে হস্তান্তর করা হয়েছে।
বলাবাহুল্য, চলতি মাসের ২ তারিখে ইমাম মুসা কাযিম (আ.)এর যায়েরদের (জিয়ারতকারী) ওপর গাড়ি বোমা হামলা চালায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীদের এ হামলার ফলে বেশ কয়েক জন আহত ও নিহত হয়েছেন।



captcha