মুসলিম জাহানের সবচেয়ে অলঙ্কৃত ও সুসজ্জিত কুরআনের মোড়ক উন্মোচন
গতকাল (১৩ই জুন) সন্ধ্যায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি মন্ত্রী আলী জান্নাতি, কুরআন ও ইতরাত গাইডেন্স মন্ত্রী হুজ্জাতুল ইসলাম হেশমাতি এবং ইসফাহানের মেয়র রাসুল জার্গপুর উপস্থিতিতে ইরানের খ্যাতিমান খোদাই শিল্পী রেজা কাদেরান ও মোহাম্মদ আলী সায়েই, আলোকচিত্র মাজিদ সাদেকজাদেহ এবং ক্যালিগ্রাফার গোলামরেজা মাহুরিসহ বিখ্যাত শিল্পীরা গত ১৮ বছরের নিরলস পরিশ্রমে প্রস্তুতকৃত বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ও অলংকৃত কুরআন শরিফের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।