IQNA

শহীদ পরিবারের সদস্যদের সাথে সর্বোচ্চ নেতার সাক্ষাত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেছেন। গত শনিবার (২৫ জুনে) পবিত্র রমজান মাসের ১৯ তারিখ সর্বোচ্চ নেতা শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত ও ইফতারি করেছেন। । এ দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ইরানের ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আন্দোলনে শাহাদতপ্রাপ্ত এবং ১৯৮০ সনে মুনাফেক চক্র কর্তৃক হামলার শিকার হয়ে তৎকালীন ইরানের বিচার বিভাগের প্রধান হযরত আয়াতুল্লাহ শহীদ বেহেশতিসহ শীর্ষ নেতাদের পরিবারবর্গদের সাথে ইফতারি করেছেন। এ সময় ইরানের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিরিয়াতে তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদে শাহাদতপ্রাপ্তদের পরিবারবর্গের সদস্যরাও উপস্থিত ছিলেন। ইফতারির পূর্বে হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী'র ইমামতিতে মাগরিব ও এশার নামায আদায় করা হয়।
captcha