স্রেব্রেনিচার শহীদদের জন্য সারায়েভোর জনগণের সমবেদনা
১৯৯৫ সালে স্রেব্রেনিচার ১২৭ জনকে হত্যা করা হয়। সম্প্রতি তাদের মৃতদেহ গণ করব থেকে উদ্ধার হয়। এসকল শহীদদের সম্মানার্থে বসনিয়ার রাজধানীর শতাধিক মুসলমান রাস্তায় নেমে এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।