IQNA

আফগানিস্তানের মাজার শরীফে কাবুদ মসজিদ

আফগানিস্তানের মাজার শরীফ শহরে প্রাচীন ও ঐতিহাসিক কাবুদ মসজিদটি এ পর্যন্ত বেশ কয়েকবার ধ্বংস এবং পুনর্নির্মিত হয়েছে। শত শত বছর প্রাচীন এই মসজিদটি ১২২০ খ্রিস্টাব্দে যুদ্ধের সময় চেঙ্গিস খানের হাতে ধ্বংস হয়েছিল এবং ১৫ শতাব্দীতে 'সুলতান হুসাইন বাইকরা' পুনরায় মেরামত করেন।

captcha