IQNA

জর্ডানের 'আবু দারবিশ' মসজিদ

জর্ডানের রাজধানী আম্মানে 'আবু দারবিশ' মসজিদটি পরিদর্শন করার জন্য প্রতি বছর পর্যটকগণ এই শহরে ভ্রমণ করেন। ১৯৬১ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছে। পূর্বাঞ্চলীয় দেশসমূহের ঐতিহ্যগত আর্কিটেকচারের অনুরূপে মসজিদটি নির্মাণ করা হয়েছে।
captcha