তেহরানের বাণিজ্যিক ভবন ধসের তৃতীয় দিন
বৃহস্পতি বার (১৯শে জানুয়ারি) ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে পুরনো সুউচ্চ প্লাসকো ভবনে আগুন লেগে ধসে পড়ায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আগুন লাগার তৃতীয় দিনেও উদ্ধারকর্মীরা উদ্ধার কর্মে নিয়োজিত রয়েছে। ১৯৬২ সালে ভবনটি উদ্বোধন করা হয়েছিল এবং একটি প্লাস্টিক নির্মাণ কোম্পানির নামে এটির নামকরণ করা হয়। সে সময় এরচেয়ে উঁচু ভবন আর তেহরানে ছিল না। ভবনটিতে শপিং সেন্টার ও কাপড়-চোপড়ের বহু দোকান ছিল। প্লাসকো ভবন ধসের ঘটনায় প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২০ কোটি ডলার।