কাল কিয়ামতের দিনে রাসূলুল্লাহ (সা.)'র সবথেকে নিকটতম ব্যক্তি
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের মধ্যে আগামীতে (কিয়ামতের দিনে) আমার নিকট সবথেকে নিকটতম এবং আমার সুপারিশের সবচেয়ে যোগ্যতম ব্যক্তি সেই হবে, যে সবচেয়ে সৎ, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে নৈতিকবান এবং যে জনগণের সবথেকে নিকটে থাকবে। ওসায়েলুশ শিয়া, ৫ম খণ্ড, পৃ: ৫১৪