IQNA

তেহরানে বার্তা সংস্থা "ইকনা"র হেড অফিসে ২০শে জুন বাংলা ভাষায় অনুদিত ইমাম খোমেইনী (রহ.)এর কবিতার সংকলনের গ্রন্থ "দিওয়ানে ইমাম", শহীদ আয়াতুল্লাহ মুর্তাযা মুতাহ্হারীর রচিত "ইসলাম ও ইরানের পারস্পরিক অবদান" এবং "বাংলা-ফার্সি অভিধান" বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।