IQNA

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় কুরআনিক মিউজিয়ামটি ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআনের অনন্য পাণ্ডুলিপিসমূহ এই মিউজিয়ামে সুরক্ষিত আছে। মিউজিয়ামটি পরিদর্শন করতে আসা হাজিদের বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপিসমূহের বর্ণনা প্রধান করা হয়। মিউজিয়ামে পবিত্র কুরআনের প্রাচীনতম পাণ্ডুলিপিটি ৪৮৮ হিজরির অন্তর্গত। এই পাণ্ডুলিপিটি মাগরিব বর্ণমালায় "আলী ইবনে মুহাম্মাদ আল-বাতলিউসি" লিখেছেন। বর্তমানে এই মিউজিয়ামে পবিত্র কুরআনের সর্ববৃহৎ পাণ্ডুলিপিটি ২০০ বছর পূর্বে লেখা হয়েছে। এই পাণ্ডুলিপির ওজন ১৫৪ কিলোগ্রাম।