IQNA

৩০শে জিলকদ মোতাবেক ১৪ই সেপ্টেম্বর রোজ সোমবার ৯ম ইমাম হযরত ইমাম মুহাম্মাদ তাকীর (আ.) শোকাবহ শাহাদত দিবস। বিশ্বের অন্যান্য দেশর মত এ দিনটি যথাযোগ্য মর্যাদায় ইরানেও পালিত হয়েছে। ইরানের পবিত্র নগরী মাশহাদে ইমাম মুহাম্মাদ তাকীর (আ.)এর শ্রেদ্ধয় পিতা ইমাম রেজা (আ.)এর পবিত্র মাযারে এই শোকাবহ দিনটি পালনের জন্য আহলে বায়েত (আ.)এর ভক্তগণ উপস্থিত হন।