IQNA

কাতারে বয়স্কদের জন্য জাতীয় কুরআন প্রতিযোগিতা

8:58 - March 03, 2019
সংবাদ: 2608052
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের বয়স্ক ক্ষমতায়ন কেন্দ্র “এহসান”-এর উদ্যোগে সেদেশের বয়স্কদের জন্য কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত জাতীয় প্রতিযোগিতার অনুষ্ঠান কাতারের ইসলামী ও এন্ডোমেন্টস মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় ৬০ বছরের ঊর্ধ্বে কাতারি নাগরিকগণ অংশগ্রহণ করতে পারবে। মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ কুরআন হেফজ, শুধুমাত্র ২৬ পারা হেফজ এবং একটি সূরা তিলাওয়াত বিভাগে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। বয়স্কদের জন্য উক্ত জাতীয় কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারের জন্য এক লাখ ৭ হাজার কাতারী রিয়াল নির্ধারণ করা হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তিগণ ৭ম মার্চ পর্যন্ত নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বের অনুষ্ঠান ২৪শে মার্চে শুরু হবে এবং একাধারে ১ম এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। iqna

 

 

captcha