IQNA

অধ্যাপক সাহামুদ্দীন যামানীর ৪৫তম কুরআনগ্রাফি বার্ষিকী উপলক্ষে সাবা ইনস্ট্যান্ট অফ ফ্যান্টাসি গ্যালারিতে “আয়াতের দৃষ্টিতে আয়না” প্রদর্শনী গতকাল (৮ম মে) বিকালে উদ্বোধন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাবা ইন্সটিটিউটের কর্তৃপক্ষসহ সমাজের বিভিন্ন শ্রেণীর দর্শকমণ্ডলী উপস্থিত ছিলেন।