IQNA

ইমাম আলী (আ.) বলেছেন: সাবধান হও (জীবনের শেষ পরিণতি সম্পর্কে)! তারা বলেছে: (কে আমাদের থেকে অধিক শক্তিশালী) তাদেরকে তাদের নিজেদের কবরগুলোয় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিমন্ত্রণ ছাড়াই সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কবরে তাদেরকে নামানো হয়েছে। অথচ তারা এই স্থানের অতিথি হতে চাইনি।