IQNA

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ক্রাইস্টচার্চ মসজিদে আলোকসজ্জা

0:54 - November 22, 2019
সংবাদ: 2609679
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব শিশু দিবস উপলক্ষে জাতিসংঘের শিশু ফান্ড ইউনিসেফ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের একটি মসজিদ নীল রঙ্গের লাইটের মাধ্যমে আলোকসজ্জা করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্ব শিশু দিবস উপলক্ষে ২০শে নভেম্বর জাতিসংঘের শিশু ফান্ড ইউনিসেফ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের “আল-নুর” মসজিদ নীল রঙ্গের লাইটের মাধ্যমে আলোকসজ্জা করেছে। মসজিদের গুম্বজ এবং মিনারে এই আলোকসজ্জা আগামী তিন রাত ধরে জ্বলবে।
নিউজিল্যান্ডে জাতিসংঘের শিশু ফান্ড ইউনিসেফের কার্যনির্বাহী পরিষদের প্রধান ভিভেন মিডাবোর্ন বলেছেন: ক্রাইস্টচার্চ শহরের “আল-নুর” মসজিদে ঐক্যের প্রতীক এই নীল আলো স্থাপনের জন্য জাতিসংঘ এই শহরের মুসলমানদের সহযোগিতা করেছে।
তিনি বলেন: এই পদক্ষেপের মাধ্যমে বোঝানো হয়েছে যে, সকল শিশুর নিরাপদ জীবন যাপন করার অধিকার রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি পালন করার অধিকার রয়েছে, তাদের নিজস্ব ধর্ম অনুসরণ করার অধিকার রয়েছে এবং নিজস্ব ভাষায় নিজেদের বিশ্বাস নিয়ে কথা বলার অধিকার রয়েছে।
ক্রাইস্টচার্চ মুসলিম সম্প্রদায়ের সদস্য জুমায়া জুনয বলেন: “আপনাদের এবং আমাদের মধ্যে কোন পার্থক্যই নেই। মসজিদ সকলের জন্য উন্মুক্ত। এই আলোকসজ্জা শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়; বরং সকল নিউজিল্যান্ডবাসীর জন্য”।
ইউনিসেফ প্রতি বছর বিশ্ব শিশু দিবসে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ভবন নীল রং-এ আলোকিত করে। এই রং বিভিন্ন জাতী এবং সংস্কৃতির ঐক্যের প্রতীক।
শিশুদের সম্মান প্রদর্শনের জন্য বিশ্ব শিশু দিবস পালিত হয়। এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে নিজ সংস্কৃতিতে উৎসব পালন করা হয়। জাতিসংঘের পক্ষ থেকে ২০শে নভেম্বর “বিশ্ব শিশু দিবস” নামকরণ করা হয়েছে।  iqna

 

captcha