IQNA

কুরআন হেফজ করলেন সিরিয়ার শিশুকন্যা

12:15 - December 09, 2019
1
সংবাদ: 2609798
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার শিশুকন্যা “লাতিফা আহমাদ আল-তায়মা” বর্তমানে তুরস্কের শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছেন। শরণার্থী শিবিরে শত কষ্টের মাঝেও তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার “দেইর আল-জোর” প্রদেশ থেকে লাতিফা আহমাদের পরিবার তুরস্কে প্রবেশ করেন। বর্তমানে তিনি তার পরিবারের সাথে তুরস্কের সাইরাত শহরে একটি শরণার্থী শিবিরে জীবন অতিবাহিত করছেন।

এই কনিষ্ঠ হাফেজের পিতা আহমাদ জিয়া বলেন: যারা লাতিফাকে দেখে, তারাই আশ্চর্য হয় এবং তার প্রশংসা করে। লাতিফা প্রথমে ৩০ পারা থেকে কুরআন মুখস্থ করা শুরু করে। সাড়ে চার বছরের এই ছোট্ট মেয়ে বর্তমানের সম্পূর্ণ কুরআনের হাফেজ।

আহমাদ জিয়া আরও বলেন: আমাদের কন্যা প্রথমে সূরা “ফাতিহা”, “আন-নাস”, “আল-ইখলাস” এবং “আল-ফালাক” মুখস্থ করে। পরবর্তীতে সে সামাজিক মিডিয়ার মাধ্যমে সূরা “আল-মি’রাজ” মুখস্থ করা শুরু করে। তারপর থেকে আমরা বুঝতে পারি যে, লাতিফার মুখস্থ করার ক্ষমতা অনেক প্রখর এবং কুরআন হেফজের প্রতি তার আগ্রহ রয়েছে। পরিশেষে মাত্র সাড়ে চার বছর বয়সে লাতিফা সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
Good for that .....
captcha