IQNA

ইরানের জনগণ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আজাদী স্কয়ার পর্যন্ত শহীদ কমান্ডার কাসেম সোলাইমানি ও পিএমইউ’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস সহ বাকী শহীদের শেষ বিদায় জানিয়েছেন।