IQNA

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির মরদেহকে তার জন্মশহর কেরমানে নিয়ে যাওয়া হয়েছে। কেরমান শহর এখন জনসমুদ্র। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তিনি ওসিয়তনামায় লিখে গেছেন, তাকে যেন তাঁর জন্মস্থান কেরমানের কবরস্থানে নিজের এক সহযোদ্ধার পাশে দাফন করা হয়। এছাড়াও তিনি তাঁর ওসিয়তনামায় আরও উল্লেখ করেছেন: “আমার পদবী হিসেবে কবরের ফলকে সৈনিক কাসেম সোলাইমানি লিখবেন।” কারণ, তিনি সারা জীবন নিজেকে একজন সাধারণ সৈনিক হিসেবে পরিচয় করিয়ে গিয়েছেন।