IQNA

গাজা থেকে অবরোধ প্রত্যাহারে জাতিসংঘের আহ্বান

20:14 - January 21, 2020
সংবাদ: 2610081
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং এই অঞ্চলের বাসিন্দাদের সহায়তা প্রদানের জন্য আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের মহাসচিবের মুখপাত্র “স্টিফেন দুজারিক” গুরুত্বারোপ করে বলেছেন: জাতিসংঘের মানবিক বিষয়ক সেক্রেটারি-জেনারেল উরসুলা মুলার। সম্প্রতি তিনি ৬ দিনের এক সফরে অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন। ভ্রমণ করে তিনি গাজা উপত্যকা থেকে অবিলম্বে অবরোধ অপসারণের আহ্বান জানিয়েছেন।

উরসুলা মুলার বলেছেন, ফিলিস্তিনি ইস্যুতে রাজনৈতিক সমাধান না আসা পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের নাগরিকদের প্রাথমিক চাহিদা মেটানোর জন্য তাদের সহায়তা অব্যাহত রাখতে হবে।

তিনি অধিকৃত অঞ্চলজুড়ে ফিলিস্তিনিদের মানবিক প্রয়োজন মেটানোর জন্য জাতিসংঘের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন এবং এই অঞ্চল থেকে অবরোধ তুলে নিয়ে দীর্ঘকালীন সমাধানের প্রতি গুরুত্বারোপ করেছেন। iqna

 

captcha