IQNA

স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ এমপিদের আহ্বান

8:48 - January 23, 2020
সংবাদ: 2610090
আন্তর্জাতিক ডেস্ক: একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একদল এমপি। প্রিন্স চার্লসের ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড সফরকে সামনে রেখে এ আহ্বান জানানো হয়েছে। দ্য টাইমসকে লেখা এক চিঠিতে বিভিন্ন থিংকট্যাংক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রেসার গ্রুপের সাথে মিলে ব্রিটিশ এমপিরা বলেন, অনেক আগেই এই উদ্যোগ নেয়া উচিত ছিল। এতে দুই রাষ্ট্রের নাগরিকদের সমানাধিকারের যে প্রতিশ্রুতি ব্রিটেন দিয়েছিল, সেটিও পূর্ণ হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বৃহস্পতিবার দখলদার ইসরাইল ও অধিকৃত পশ্চিমতীর সফরে যাবেন ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস। এই সফরে বেথেলহেমে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জেরুসালেমে ইসরাইলি প্রেসিডেন্ট রুইভেন রিভলিনের সাথে বৈঠক করবেন।

এ ছাড়া আশউটস কনসেন্ট্রেশন ক্যাম্পের মুক্তির ৭৫তম বার্ষিকী স্মরণে বিশ্ব হলোকাস্ট ফোরামেও অংশ নেবেন এই ব্রিটিশ যুবরাজ। চিঠিতে বলা হয়, দ্বিরাষ্ট্রীয় সমাধানে ২০১৪ সাল থেকে কোনো অর্থপূর্ণ অগ্রগতি হয়নি। আর ইসরাইলি পদক্ষেপে সেই উদ্যোগ নাই হয়ে যাচ্ছে। অবৈধ ইসরাইলি বসতি বাড়ছে। এতে শান্তি চেষ্টা খর্ব হচ্ছে বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।’

চিঠিতে সই করেছেন লেবার পার্টির প্রধানের পদপ্রত্যাশী এমিলি থর্নবেরি ও কনজারভেটিভ মিডল ইস্ট কাউন্সিলের চেয়ারম্যান ক্রিসপিন ব্লান্ট। এই উদ্যোগকে স্বাগত জানিয়েন ব্রিটেনে ফিলিস্তিনি দূত হুসাম জুমলত।
সূত্র: আরব নিউজ/ dailynayadiganta

captcha