IQNA

তেহরানে জুমার খুতবা:

ইরানের হামলায় মার্কিন সামরিক শক্তি বিকল হয়ে গেছে: আবু তোরাবি ফার্দ

16:46 - January 24, 2020
সংবাদ: 2610097
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে দখলদার মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার সামরিক শক্তিকে বিকল করে দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তেহরানের জুমার খতিব সাইয়্যেদ আবু তোরাবি ফার্দ আজ এ মন্তব্য করেছেন। সর্বোচ্চ নেতার উপস্থিতিতে গত জুমায় তেহরানের বিপ্লবী জনতা ও মুসল্লিদের বিপুল অংশগ্রহণের প্রতি ইঙ্গিত করে বিশিষ্ট এই আলেম আরও বলেন, ইরানি জাতি আবারও প্রমাণ করেছে তারা বিপ্লবের এই নেতার সঙ্গে তাদের সংহতি অটুট রাখতে দৃঢ় অঙ্গিকারাবদ্ধ।

মার্কিন সন্ত্রাসী সেনাদের হাতে জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতকে এ অঞ্চলে তাদের অবৈধ উপস্থিতির অবসানের সূচনা বলে উল্লেখ করেছেন আবু তোরাবি ফার্দ।

ইরাকে আজ স্মরণকালের বৃহত্তম মার্কিন বিরোধী গণ-বিক্ষোভে জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরাকের বীর জনতা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আরেকটি 'ইয়াওমুল্লাহ' সৃষ্টির ইতিহাস গড়েছে। তারা এ অঞ্চলের অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি 'আমেরিকা নিপাত যাক' বলে শ্লোগান দিয়েছে।

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব জনাব তোরাবিফার্দ মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় এ অঞ্চলের মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। iqna

 

captcha