IQNA

মার্কিন যুক্তরাষ্ট্রে আল কায়েদার প্রাক্তন নেতা গ্রেপ্তার

19:47 - February 01, 2020
সংবাদ: 2610149
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পুলিশ জানিয়েছে, অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে আল-কায়েদার প্রাক্তন এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। আল কায়েদার প্রাক্তন এই নেতা ইরাকের অধিবাসী।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই ব্যক্তির বিরুদ্ধে ফাল্লুজাহে আল-কায়েদার নেতৃত্ব দেওয়ার সময় দু'জন পুলিশ কর্মকর্তাকে খুন করার অভিযোগে রয়েছে। প্রাক্তন এই নেতাকে ফিনিক্স শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।


অ্যারিজোনা অ্যাটর্নি জেনারেল অফিস তথ্য অনুযায়ী, ইরাকি বংশোদ্ভূত ৪২ বছরের “আলি ইউসুফ আহমাদ আল-নুরী”র বিরুদ্ধে ২০০৬ সালে পুলিশ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।


ইরাকে প্রত্যর্পণে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে গতকাল ১ম ফেব্রুয়ারি ফিনিক্স সিটির বিচারকের নিকটে নিয়ে যাওয়া হয়েছে।


এদিকে ইরাকের সরকার জানিয়েছে, আল-নুরি ফাল্লুজাহের আল কায়েদার শীর্ষস্থানীয় সহযোগী এবং এই শীর্ষ সন্ত্রাসী ইরাকের পুলিশ বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু অপারেশন চালিয়েছে।  iqna

 

captcha