IQNA

মিয়ানমারের আদলে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে বিজেপি: ইমরান খান

0:05 - February 03, 2020
সংবাদ: 2610161
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে বলেছেন, ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার মিয়ানমারের আদলে গণহত্যার পুনরাবৃত্তি করতে ও সংখ্যালঘু মুসলিমদের বিতাড়নের প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমরান খান বলেন, জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) পর ভারতের নতুন বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে প্রায় ৫০ কোটি মানুষ দেশটির নাগরিকত্ব হারাবেন।

তিনি বলেন, মিয়ানমারও ঠিক এ ধরনের কাজ করেছিল; প্রথমে তারা নিবন্ধন আইন চালু করে এবং এভাবেই তারা মুসলমানদেরকে বাদ দিয়েছিল এবং তারপরই গণহত্যার ঘটনা ঘটে। আমি ভয় পাচ্ছি যে ভারতও একইপথে হাঁটছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেয়া ওই সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আফগানিস্তান, তুরস্কের সঙ্গে সম্পর্ক, দেশটির অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এবং অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতের নেয়া পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইমরান খান।

ভারতের সাম্প্রতিক পদক্ষেপে বাংলাদেশ ও পাকিস্তানে অভিবাসীদের ঢল নামতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমি মনে করি, বাংলাদেশ ইতোমধ্যেই উদ্বিগ্ন। কারণ আসামে প্রায় ২০ লাখ মানুষ নিবন্ধন থেকে বাদ পড়েছেন। আমি সঠিক সংখ্যাটা জানি না। কিন্তু এসব মানুষের ভাগ্যে কী ঘটবে?
সূত্র: rtvonline

captcha