IQNA

ইন্দোনেশিয়ার “বাইত আর-রহমান” মসজিদটি সেদেশের অন্যতম অতিপ্রাকৃত ও ঐতিহাসিক মসজিদ, যা ডাচ হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীকও বটে। এছাড়াও উপযুক্ত উপকরণ ব্যবহারর ফলে ২০০৪ সালে শক্তিশালী সুনামিতেও এই মসজিদের কোন ক্ষতি হয়নি।