IQNA

মালয়েশিয়ার সুন্দরতম মসজিদের মধ্যে উবুদিয়াত মসজিদ অন্যতম। এই মসজিদটি সেদেশের পেরাক প্রদেশের কুয়াল কঙ্গসার শহরে অবস্থিত।

১৯১৩ সালে মসজিদটি নির্মাণ কাজ শুরু করা হয়েছিল এবং ১৯১৭ সালে নির্মাণ কাজ শেষ হয়। সৌন্দর্যময় এই মসজিদটিতে মোট চারটি মিনার এবং একটি সোনার গম্বুজ রয়েছে। এই মসজিদটি ২০০৩ সালে সংস্কার করা হয়েছে।