IQNA

শ্রীলঙ্কায় পর্যটনদের কেন্দ্রস্থল আল-ফার জামে মসজিদ;

শ্রীলঙ্কার রাজধানী আল-ফার জামে মসজিদটি স্থানীয় ভাষায় “সামান কুটার বালী” পরিচিত, এর অর্থ হচ্ছে “লাল মসজিদ”। প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদসমূহের মধ্যে এটি অন্যতম। মসজিদটির নির্মাণ কাজ ১৯০৯ সালে সম্পন্ন হয়।
captcha