IQNA

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে খ্রিস্টানরা বিশ্বের বিভিন্ন দেশে বিগত বছরগুলোর তুলনায় এ বছর ভিন্ন আঙ্গিকে ইস্টার উদযাপন করেছে।

খ্রিস্টানগণ ইস্টার সানডে (পুণ্য রবিবার) দিনটিকে যিশুর পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন। এই উৎসব অনুষ্ঠানটি  মার্চ বা এপ্রিল মাসের যে কোন এক রোববার অনুষ্ঠিত হয়ে থাকে।
ইস্টার মার্চ বা এপ্রিল রবিবারের একটি উদযাপিত হয়। খ্রিস্টানরা বিশ্বাস করে যে ক্রুশবিদ্ধ হওয়ার পর হযরত ঈসা (আ.) এই দিনে পুনরুত্থান হয়েছেন।