IQNA

মিশরে ফিতরা প্রদানের প্রক্রিয়া ঘোষণা

15:24 - April 22, 2020
সংবাদ: 2610643
তেহরান (ইকনা)- মিশরের এন্ডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে: এই বছর পবিত্র রমজানের দরিদ্রদের সহায়তার জন্য গ্রুপ ইফতারি পার্টির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না এবং ফিতরা ও কাফ্ফরা’র অর্থ এই মন্ত্রণালয়ের ব্যাংক অ্যাকাউন্টে মাধ্যমে গ্রহণ করা হবে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ফিতরা, কাফ্ফরা এবং গরীবদের সহায়তা প্রদানের ব্যাপারে সেদেশের জনগণের প্রশ্নের উত্তরে মিশরের রাবওয়াহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে: এই মন্ত্রণালয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এ বছরে ফিতরা, রোজা ভাঙ্গার কাফ্ফরা এবং দরিদ্র ও অসহায়দের খাদ্য সহায়তা প্রদানের এন্ডোমেন্টস মন্ত্রণালয়ের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ গ্রহণ করা হবে।

মিশরের এন্ডোমেন্টস মন্ত্রণালয় গুরুত্বারোপ করে বলেছে: ফিতরা, কাফ্ফরা ও সাহায্যের অর্থ সংগ্রহের পর এই মন্ত্রণালয় আরও অর্থ যোগ করে গরীব ও অসহায়দের মধ্যে বণ্টন করবে।
এই উদ্দেশ্যে এন্ডোমেন্টস মন্ত্রণালয় মিশরের সকল শহরে দপ্তর খুলেছে এবং শহরের নাগরিকদের জন্য টেলিফোন নম্বরসমূহ ঘোষণা করেছে। iqna

 

captcha