IQNA

তেহরান (ইকনা): এ বছর করোনাভাইরাসের কারণে হজ এবং ঈদুল আযহার অনুষ্ঠান ভিন্ন রূপে অনুষ্ঠিত হয়েছে। সীমিত সংখ্যক হাজিদের নিয়ে সকল স্বাস্থ্যবিধি পালন করে এ বছরের হজ পালিত হয়েছে। নীচের ছবিগুলো COVID-19 বিহীন হজ ও ঈদুল আযহা। যা এখন মিষ্টি স্মৃতি হিসেবে অনেকের হৃদয়ে গেঁথে আছে।