IQNA

তেহরান (ইকনা): জার্মানের এক নাগরিক ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর ইরানের শিরাজ শহরের নাসির আল-মালেক মসজিদে এক মুসলিম মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নাসির আল-মালেক মসজিদটি গোলাপী মসজিদ নামে প্রসিদ্ধ। এই মসজিদটি ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে অবস্থিত।