IQNA

তেহরান (ইকনা): আহলে বায়েত (আ.)এর সপ্তম নক্ষত্র ইমাম মুসা ইবনে জাফর আল-কাযিম (আ.)। শিয়াদের সপ্তম ইমামের উপাধি হচ্ছে “বাব আল-হাওয়াযেজ”। এই ইমাম ১৪৮ হিজরি থেকে ১৮৩ হিজরি পর্যন্ত সৃষ্টি জগতের ইমামতির দায়িত্ব পালন করেছেন। ১৮৩ হিজরিতে আব্বাসীয় খলিফা হারুন বিষ প্রয়োগ করে মহা জগতের এই ইমামকে শহীদ করে। এর পর ইমামতির দায়িত্ব তার সন্তান ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.)এর নিকট পৌঁছায়।