IQNA

লোহিত সাগর উপকূলে আল-রহমাত মসজিদ

তেহরান (ইকনা): আল-রহমাত মসজিদ যা ভাসমান মসজিদ নামেও পরিচিত ১৯৮৫ সালে সৌদি আরবের জেদ্দার উপকূলীয় পার্কে নির্মিত হয়েছে। আধুনিক ও ইসলামিক স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত এই মসজিদটি দেখার জন্য লোহিত সাগরের উপকূলে প্রতিদিন অসংখ্য দর্শক, মুসল্লি এবং পর্যটকগণ উপস্থিত হন।
captcha