IQNA

বাংলা ভাষায় “বিদায় হজ্বের পর গাদীরে খুম-এ রাসূলুল্লাহ (সা.)-এর ভাষণ” শীর্ষক গ্রন্থ প্রকাশ

20:58 - October 21, 2020
2
সংবাদ: 2611675
তেহরান (ইকনা): ওয়াইজম্যান পাবলিকেশন্সের পক্ষ থেকে বাংলা ভাষায় “বিদায় হজ্বের পর গাদীরে খুম-এ রাসূলুল্লাহ (সা.)-এর ভাষণ” শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

“বিদায় হজ্বের পর গাদীরে খুম-এ রাসূলুল্লাহ (সা.)-এর ভাষণ” শীর্ষক গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন “এ. কে. এম. রাশেদুজ্জাম”।

মূল্যবান এই গ্রন্থে গাদীরে খুমে হযরত মুহাম্মাদ (সা.)এর খুতবায় হযরত আলী (আ.)এর অভিভাবকত্ব প্রমাণসমূহ তুলে ধরা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করা হয়েছে।

ইংরেজি ভাষায় লিখিত এই বইটি “বিদায় হজ্বের পর গাদীরে খুম-এ রাসূলুল্লাহ (সা.)-এর ভাষণ” নামে বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে। বইটির মূল লেখক ইমাম আলী (আ.)এর চিঠিসমূহ এবং উপাধিসমূহ’ও এই বইয়ে তুলে ধরেছেন। এছাড়াও হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাতের পর তাঁর একমাত্র উত্তরাধিকারী এবং মুসলিম উম্মতের অভিভাবক হিসেবে ইমাম আলী (আ.)কে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রমাণ তুলে ধরেছেন। বাংলা ভাষায় অনুদিত এই গ্রন্থে গাদীরে খুমের ঐতিহাসিক ভাষণের আরবি মূল টেক্সটটি তুলে ধরা হয়েছে।

বইয়ের শেষের অধ্যায়ে বিদায় হজের সময় মহানবী হযরত মুহাম্মাদ (সা.), ইমাম আলী (আ.) এবং অন্যান্য সাহাবীদের যাত্রাপথের মানচিত্র তুলে ধরা হয়েছে। iqna

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
MD Shahidul Islam
0
0
I need one copy of this book, please let me know the price and how to get it and the price also.
আলী
0
0
বইটি সংগ্রহ করতে হলে, ঢাকাস্থ ইরানী কালচারাল সেন্টারে যোগাযোগ করুন। বইটির সঠিক মূল্য জানা নেই, তবে আপনি কালচারাল সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।
captcha