IQNA

তেহরান (ইকনা): ইসলামকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করা এবং মহানবী হযরত মুহাম্মাদ (স.)-এর ব্যঙ্গচিত্রের পক্ষে অবস্থান নেয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এরফলে বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের এই অবমাননাকর পদক্ষেপের জন্য ইসলাম প্রিয় মুসলমানেরা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং কয়েকটি ইসলামিক দেশে ফরাসি পণ্য ও ব্র্যান্ড বয়কট করা শুরু করেছে।