IQNA

করোনায় আক্রান্ত হলেন ইরানের সংসদ স্পিকার

20:03 - October 28, 2020
সংবাদ: 2611712
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি আজ (বুধবার) সকালে টুইটারে লিখেছেন, “আমার দপ্তরের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। মধ্যরাতে আমার করোনা টেস্টের ফলাফল হাতে পেয়েছি। আমি করোনা পজিটিভ। বর্তমানে আইসোলেশনে আছি। আল্লাহর রহমতে দায়িত্ব পালন করে যাব।” পার্সটুডে

এদিকে, ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত ৪১৫ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৮২৪ জন।

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৩ হাজার ৭১৪ জন প্রাণ হারিয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫৮ হাজার ৬৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার লাখ ৬৭ হাজার ৯১৭ জন।

ইরানের বিরুদ্ধে আমেরিকার একের এক অন্যায় নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলা কঠিন হয়ে পড়েছে। প্রায় ৯০ শতাংশ ওষুধ দেশে তৈরি হলেও কিছু জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু আমেরিকা এই ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে চার কোটি ৪৩ লাখে পৌঁছেছে। এ পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৭৩ হাজারের বেশি ব্যক্তি। মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে। iqna

captcha