IQNA

তেহরান (ইকনা): দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে মিডর্যান্ড শহরে নিজামিয়া মসজিদ ইসলামিক স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। এই মসজিদটি তুরস্কের সোলাইমিয়া মসজিদের সদৃশে নির্মিত হয়েছে। এই মসজিদটি দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মসজিদ। ২০০৯ সালে এই নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১২ সালে শেষ হয়।