IQNA

বাহরাইনে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল

0:08 - December 04, 2020
সংবাদ: 2611910
তেহরান (ইকনা): জায়নিস্ট-অনুমোদিত হিব্রু-ভাষার ওয়েবসাইট “ভালা” এক বিবৃতিতে লিখেছে: তেল আবিব ডিসেম্বর মাসের মধ্যে বাহরাইনে দূতাবাস খোলার পরিকল্পনা করছে।

সাইটটি জানিয়েছে যে, দু'জন ইসরাইলি কূটনীতিক বর্তমানে বাহরাইনে অবস্থান করছে এবং বাহরাইনে নতুন রাষ্ট্রদূত আসার সাথে সাথে দূতাবাসের নেতৃত্ব দেবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রকের দুই কর্মকর্তা এই সপ্তাহে নতুন দূতাবাস খুলতে এবং দূতাবাসের সঠিক অবস্থান নিয়ে আলোচনা করতে মানামায় ভ্রমণ করেছেন।

উল্লেখ্য যে, বাহরাইন এবং ইহুদিবাদী সরকারের মধ্যে টানা ১১ বছরের গোপন সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার জন্য এই দূতাবাসটি চালু করা হবে।
জায়নিস্ট কর্মকর্তারা ঘোষণা করেছে যে, বাহরাইনে যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসের কার্যক্রম চালু করা হবে এবং একটি উপযুক্ত ভবন না পাওয়া পর্যন্ত অস্থায়ী বিল্ডিংয়ে কাজ শুরু করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে: দূতাবাস খোলার জন্য বাহরাইনে ভ্রমণ করা দুই ইসরাইলি কূটনীতিক মানামা বিমানবন্দরে প্রবেশের পর বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়েছে। এই দু’জন কূটনীতিক ইসরাইলের পাসপোর্ট নিয়ে বাহরাইনে প্রবেশ করেছে।

বলাবাহুল্য যে, ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী “গবি আশকানাজি” গতকাল বাহরাইনের এক কর্মকর্তার সাথে বৈঠকে বলেছে যে, সে শীঘ্রই মানামায় ভ্রমণ করবে এবং তেলআবিব দূতাবাসের উদ্বোধন করবে। iqna

 

captcha