IQNA

তেহরান (ইকনা): পশ্চীম তীরের নাবলুস শহরের অদূরে “বাইত আল-দেজান” গ্রামে ইহুদিবাদীদের জবরদখল বসতী নির্মাণের বিরুদ্ধে ফিলিস্তিনিবাসী শান্তিপূর্ণ র‌্যালী প্রদর্শন করলে জায়নবাদী সেনারে র‌্যালীতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরফলে বেশ কয়েকজন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনিবাসীদের এই র‌্যালীটি একটি জনপ্রিয় র‌্যালী। বেশ কয়েক মাস যাবত এই অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের কৃষিজমিগুলোয় জায়নবাদীদের বসতি স্থাপন থেকে বিরত রাখার লক্ষ্যে এই র‌্যালী অনুষ্ঠিত হয়ে আসছে।