IQNA

তেহরান (ইকনা): পবিত্র নগরী মদিনায় মসজিদে নববী’র পাশে মদিনার আমির ফয়সাল ইবনে আবদুল আজিজের উপস্থিতিতে “সিরাতুন নবী ও ইসলামী সভ্যতা” জাদুঘর উদ্বোধন করা হয়েছে। এই জাদুঘরটি ইউনিয়ন অব ইসলামী ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।