IQNA

বিত্তশালীদের কর বাড়িয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

19:08 - April 01, 2021
সংবাদ: 2612541
তেহরান (ইকনা): কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার পর অর্থনীতি শক্তিশালী করতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বেকার ভাতা, অসুস্থতা ভাতা বাড়াচ্ছেন। ন্যূনতম বেতন ঘণ্টায় বেড়ে ২০ ডলার পর্যন্ত হবে। 
নিউজিল্যান্ড সরকার এ বেতন ঘণ্টা পিছু ১.১৪ ডলার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আর এজন্যে বাড়তি অর্থের যোগান আসবে বিত্তশালীদের ওপর কর বৃদ্ধি থেকে।
 
নিউজিল্যান্ডে এধরনের বেতন বৃদ্ধির ফলে উপকৃত হবে প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্রমিক-কর্মচারি। দেশটির অর্থনীতির লাভ হবে ২১৬ মিলিয়ন ডলার।
 
জেসিন্ডা এ প্রসঙ্গে বলেছেন, প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতেই এই পরিবর্তন। আমরা সবচেয়ে বিপন্ন অংশকে যে সাহায্য দিই, তা বাড়ানো সত্যি সত্যি দরকার হয়ে পড়েছে, বহুদিন ধরে এর প্রয়োজন ছিল। 
captcha