IQNA

সমাজ গঠনের জন্য উত্তম সময় পবিত্র রমজান মাস + ভিডিও

20:16 - April 20, 2021
সংবাদ: 2612649
তেহরান (ইকনা): আল-মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আমেরিকা ও কানাডা শাখার প্রতিনিধি বলেন: পবিত্র রমজান মাস শুধুমাত্র নিজের উন্নতির জন্যই নয়, বরং এই মাসে সমাজ গঠনের জন্য উত্তম সময়।

“বান্দেগীর বসন্ত” শিরোনামে রমজানের আলোচনার আলোকে এক অনুষ্ঠানে আল-মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আমেরিকা ও কানাডা শাখার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসিন রাদমার বলেন: রমজান আত্মোন্নতি বা আত্ম-গঠনের মাস। এই মাসে মুসলমানেরা নিজেদেরকে গড়ে তুলে সমাজকে পরিবর্তন করতে পারে।

পবিত্র রমজান মাসের সপ্তম দিনে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসিন রাদমারের ভাষণ সক্ষিপ্তাকারে তুলে ধরা হল:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সর্বপ্রথম পবিত্র রমজান মাসের সপ্তম দিনের দোয়া ক্বারায়াত করবো:

اللهمّ اعنّی فیهِ علی صِیامِهِ وقیامِهِ وجَنّبنی فیهِ من هَفَواتِهِ وآثامِهِ وارْزُقْنی فیهِ ذِکْرَکَ بِدوامِهِ بتوفیقِکَ یا هادیَ المُضِلّین.

উচ্চারণ : আল্লাহুম্মা আই’ন্নি ফিহি আ’লা সিয়ামিহি ওয়া ক্বিয়ামিহ; ওয়া জাননিবনি ফিহি মিন হাফাওয়াতিহি ওয়া আছামিহ; ওয়ারযুক্বনি ফিহি জিকরাকা বিদাওয়ামিহি; বিতাওফিক্বিকা ইয়া হাদিয়াল মুদিললিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ প্রতিষ্ঠায় সাহায্য করুন। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে হেফাজত করুন। আপনার তাওফিক ও শক্তিতে সবসময় আমাকে আপনার স্মরণে থাকার সুযোগ দিন। গোমরাহী ও পথভ্রষ্টতায় লিপ্ত হওয়া থেকে মুক্তিদান করুন হে সঠিকপথ প্রদর্শনকারী।

পবিত্র ইসলাম ধর্মে বিশেষ করে শিয়া মাজহাবে রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে। অনন্য এই মাসটি কেবলমাত্র আত্মোন্নতি বা আত্ম-গঠনের জন্য নয়; বরং এই মাসে মুসলমানেরা নিজেদেরকে গড়ে তুলে সমাজকে পরিবর্তন করতে পারে। সৌভাগ্যক্রমে এই মাসের নির্দেশাবলীর প্রতি মুসলমানেরা বিশেষ মনোযোগ দিচ্ছে। এই মাসের বিশেষ নির্দেশাবলীর মধ্যে আমরা যখন প্রবেশ করবো, তখন দেখতে পাবো যে, পবিত্র এই মসটি আত্ম-গঠনের মাস এবং আল্লাহর নির্দেশ মোতাবেক মুসলমানেরা নিজেদের গঠন করে, সমাজকে পরিবর্তন করতে পারে।

এই মাস উত্তম চরিত্র প্রদর্শনের মাসে এবং আত্মীয়তার বন্ধন অটুট করার উপযুক্ত সময়। এই পবিত্র মাস এতিম ও গৃহহীনদের সাহায্য প্রদানের মাস এবং অধন্তনদের সহায়তা করার মাস। এই মাস হারাম কাজ বর্জনের মাস। এই মাসে মুসলমানদের হাত, পা, কান এবং জিহ্বা নিষিদ্ধ (হারাম) জিনিসগুলি থেকে বিরত থাকে। আর এটাই আদর্শ জীবন গঠনের উত্তম সময়। এই মাসে একজন মু’মিন ব্যক্তির উত্তম জীবন বিশ্ববাসীর কাছে ফুটে উঠে।

মহান আল্লাহর নিকট আমাদের আহ্বান যে, এই মাসে যেন আমরা তাঁর প্রদত্ত নির্দেশাবলী সফলভাবে পালন করতে পারি। ইনশা-আল্লাহ! এই মাসের শেষে আমরা বুঝতে পারবো যে আমাদেরে মধ্যে পরিবর্তন ঘটেছে। আমাদের মধ্যে পরিবর্তন অর্থাৎ পরিবারের মধ্যে পরিবর্তন, সমাজের মধ্যে পরিবর্তন, মানুষের মধ্যে পরিবর্তন; তা মুসলিম হোক অথবা অমুসলিম। iqna

সমাজ গঠনের জন্য উত্তম সময় পবিত্র রমজান মাস + ভিডিও

 

captcha