তেহরানের ইমামজাদেহ সালেহ (আ.)এর মাযারে কুরআন মাহফিল
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস উপলক্ষে ইরানের বিভিন্ন স্থানে কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এসকল মহফিলে প্রতিদিন নিয়মিত এক পারা করে কুরআন তিলাওয়াত করা হচ্ছে। ঠিক তেমনই ইরানের রাজধানী তেহরানে ইমামজাদেহ সালেহ (আ.) এর মাযারে সেদেশের বিশিষ্ট ক্বারিগণ স্থানীয় সময় ১৪টা থেকে প্রতিদিন এক পারা কুরআন তিলাওয়াত করছেন। এসকল ক্বারিদের সাথে উপস্থিত শ্রোতামণ্ডলী ও জিয়ারাতক্বারিগণও প্রতিদিন এক পারা করে কুরআন তিলাওয়াত করছেন।