IQNA

"ইমাম খোমেনী (রহ.) এবং সমকালীন বিশ্ব" শীর্ষক সেমিনার

তেহরান (ইকনা): ইসলামী সভ্যতার শীর্ষস্থানীয় পুননির্মাতা মরহুম ইমাম খোমেনীর (রহ.) ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “ইমাম খোমেনী (রহ.) এবং সমকালীন বিশ্ব” শিরোনামে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত শীর্ষক সেমিনারে ইমাম খোমেনীর (রহ.) মাযারের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাসান খোমেনী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ সহকারী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইউনুসী, তেহরানাস্থ সিরিয়ার রাষ্ট্রদূত এবং একাধিক পণ্ডিত, আলেম ও ধর্মীয় সংখ্যালঘু এবং ইসলামী প্রতিরোধের প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে তেহরানে ইমাম খোমেনী (রহ.)এর মাযারে অনুষ্ঠিত হয়েছে।