IQNA

হযরত ফাতিমা মাসূমা (সা. আ.)এর পবিত্র মাযার

তেহরান (ইকনা): হযরত ফাতিমা মাসূমা (সা.আ.) মহানবীর (সা.) আহলুল বাইতের(আ.) ৭ম মাসূম “ইমাম মূসা আল কাযিম ইবনে জাফারের” (আ.) কন্যা এবং আহলুল বাইতের (আ.) ৮ম মাসূম “ইমাম আলী ইবনে মূসা আর রিযার (আ.)” বোন। ১লা যিলক্বদ্ কারীমা-ই আহলুল বাইত (আ:) হযরত ফাতিমা মাসূমা বিনতে মূসা আল কাযিম ইবনে জাফার (আ:)-এর শুভ জন্মদিন এবং ১১ যিলক্বদ আহলুল বাইতের (আ:) ৮ম মাসূম ইমাম আলী ইবনে মূসা আর রিযার শুভ জন্ম দিন। মধ্যবর্তী এই দশ দিনকে দাহা-ই কারামাতের (কারামত অর্থাৎ মর্যাদা, দানশীলতা ও বদান্যতা দশ দিবস ) দিবস বলা হয়। দাহা-ই কারামাত উপলক্ষে বার্তা সংস্থা ইকনার সকল দর্শনার্থীদের মুবারক বাদ ও অভিনন্দন জানাচ্ছি।