IQNA

ইরানে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন

তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের সাথে সাথে শহর ও গ্রামসমূহের ইসলামিক কাউন্সিলের ষষ্ঠ মেয়াদ এবং ইসলামী কাউন্সিলের একাদশ সংসদের মধ্যবর্তী মেয়াদের নির্বাচনও হয়েছে। ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ইরানি জনগণ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে ব্যালট বাক্স ভোট প্রদান করেছে।