IQNA

নাসির আল-মালিক মসজিদে চিত্রকর্ম

তেহরান (ইকনা): ওয়ার্ল্ড কংগ্রেস অফ মুহাম্মদ (সা.) সাহিত্যে ও শিল্পের দর্পণে রহমতের নবী (সা.) শিরোনামে এক অনুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রশিদ্ধ চিত্রশিল্পী হাসান রুহুল আমিন সেদেশের “নাসির আল-মালিক শিরাজী” মসজিদে সকলেরে সম্মুখে সরাসরি ছবি এঁকেছেন।