IQNA

৪৭ বছর পর সাইপ্রাসের “বিলাল আগা” মসজিদে জুমার নামাজ

11:42 - July 24, 2021
সংবাদ: 3470377
তেহরান (ইকনা): তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাসের মারাশ অঞ্চলের “বিলাল আগা” মসজিদে ৪৭ বছর পর প্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে।

"সাইপ্রাস পিস অপারেশন"-এর ৪৭তম বার্ষিকী উপলক্ষে মারাশ অঞ্চলটি আবার খুলে দেওয়া হয়েছে এবং ২৩শে জুলাই শুক্রবার “বিলাল আগা” মসজিদে জুমার নামাজ আদায় করা হয়েছে।

তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট এরশিন তাতার, লেফকোশিয়ার তুরস্কের রাষ্ট্রদূত আলী মুরাদ বায়েরি এবং গাজী মাগোসার মেয়র ইসমাইল আর্টার’সহ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

জুমার নামাজের ইমামতি করেন লেফকোশিয়ার তুর্কি দূতাবাসে ধর্মীয় পরিষেবাদিবিষয়ক উপদেষ্টা এরদোগান আকেন।

নামাজ শেষে সাইপ্রাসের প্রেসিডেন্ট এরশিন তাতার সাংবাদিকদের সম্মুখে বলেন: "আমরা ২০শে জুলাই শান্তি, স্বাধীনতা ও ঈদুল আযহার উৎসব উদযাপন করেছি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও তার প্রতিনিধিরা আমাদের সাথে ছিলেন"।

তিনি আরও যোগ করেছেন: ঈদুল আযহার চতুর্থ দিনে আজ আমরা বিলাল আগা মসজিদে জুমার নামাজ আদায় করেছি। এই মসজিদটি পুনর্নির্মাণের পর এখানে জুমার নামাজ আদায় করে বিশেষ আধ্যাত্মিক শান্তি অনুভব করছি। iqna

captcha