IQNA

মসজিদগুলো জীবাণুমুক্ত করছে সৌদি সরকার

0:02 - August 03, 2021
সংবাদ: 3470439
তেহরান (ইকনা): করোনা সংক্রমণের ঝুঁকি আছে—এমন মসজিদগুলো জীবাণুমুক্ত করছে সৌদি সরকার। এলাকায় উচ্চ সংক্রমণ এবং মুসল্লিদের মধ্যে সংক্রমণের প্রমাণ পাওয়া ইত্যাদির ভিত্তিতে এসব মসজিদ চিহ্নিত করা হচ্ছে।

আরব নিউজের তথ্য মতে, গত ১৭৬ দিনে সৌদি আরবের এক হাজার ৯২৪টি মসজিদে করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত হলে সরকারি উদ্যোগে সেগুলো পরিষ্কার করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কোনো কোনো মসজিদ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সম্প্রতি সৌদি আরবের ১০টি মসজিদ জীবাণুমুক্ত করার পর তা মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সংক্রমণের খবর পাওয়ায় এর মধ্যে চারটি মসজিদ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। মন্ত্রণালয়ের তথ্য মতে, ১০টি মসজিদের পাঁচটি আসির অঞ্চলে, তিনটি কাসিম অঞ্চলে এবং অবশিষ্ট দুটি রিয়াদ ও জাজান অঞ্চলে। মন্ত্রণালয় মসজিদের মুসল্লি ও কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষত, ফেসমাস্ক পরিধান, নিজস্ব জায়নামাজ ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে। তথ্যসূত্র : আরব নিউজ

captcha