IQNA

মহররমের প্রাক্কালে জামকারান মসজিদের পতাকা পরিবর্তন

তেহরান (ইকনা): মহররম মাসের প্রাক্কালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র নগরী কোমের জামকারান মসজিদের পতাকা পরিবর্তন করা হয়েছে। “আবা আব্দুল্লাহ আল-হুসাইন “ লিখিত পতাকা পরিবর্তনের সময় মসজিদের খাদেম এবং আহলে বাইত (আ.)এর ভক্তগণ উপস্থিত ছিলেন।

 
ট্যাগ্সসমূহ: ইমাম ، হুসাইন ، মহররম ، পবিত্র ، নগরী ، কোম