IQNA

বিশ্ব মসজিদ দিবস

তেহরান (ইকনা): প্রতিবছর ২১শে আগস্ট বিশ্ব মসজিদ দিবস পালিত হয়। ১৯৬৭ সালের ২১শে আগস্টে মুসলমানের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে চরমপন্থি ইহুদিরা অগ্নিসংযোগ করে। তার পর থেকে বিশ্বের মুসলমানেরা এই দিনকে “বিশ্ব মসজিদ দিবস” পালন করে আসছে।

এই প্রতিবেদনে ইরানের শিরাজ শহরের ঐতিহাসিক মসজিদ বিশেষ করে নাসির আল মুলক, ওয়াক্বিল এবং আতিক মসজিদরে কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে।
(ছবিগুলো করোনা প্রাদুর্ভাবের আগের)